২৮ আগস্ট থেকে কাট্টালি টেক্সটাইলের আইপিও জমা শুরু।
সত্যনিউজ রিপোর্টঃ সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া কাট্টালি টেক্সটাইলের আইপিও চাঁদা গ্রহণ আগামীকাল ২৮ আগস্ট, মঙ্গলবার শুরু হবে। জমার শেষ তারিখ ১৩ সেপ্টম্বর পর্যন্ত।কোম্পানিটি গত ৩১ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে আইপিও সম্মতিপত্র গ্রহণ করে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ২৬ জুন কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ৪০ লাখ সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু প্রস্তাব অনুমোদন করে কমিশন।
আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ৩৪ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মান, কর্মচারীদের ডরমেটরি ভবন নির্মাণ, নতুন যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৪ পয়সা।
উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
সত্যনিউজ/এমএস
No comments
Thanks for Commends