-->

ব্রেকিং নিউজ

লাভের আশাই বিনিয়োগ করেছেন ব্যাংক খাতে।



সত্যনিউজ রিপোর্টঃ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)রবিবার লেনদেনে সবুজ সংকেত দেখিয়েছে ব্যাংকিং খাত। এদিন ব্যাংকিং খাত লেনদেনের শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডিএসইতে মোট লেনদেনে ব্যাংকিং খাতের দখলে ২৬ শতাংশ। এদিন খাতটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৭ কোটি টাকা।আগের দিন এ খাতের অংশগ্রহণ ছিল ১৬ শতাংশ। ওই দিন লেনদেনের পরিমাণ ছিল ৮৬ কোটি টাকা। এক দিনের ব্যবধানে ব্যাংকিং খাতের লেনদেন বেড়েছে ১০ শতাংশ।

এদিকে দীর্ঘ দিন লেনদেনে নেতৃত্ব দেয়া বস্ত্রখাত সম্মিলিতভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে্। আজকের লেনদেনে বস্ত্রখাত ও আর্থিক খাতের একই চিত্র লক্ষ্য করা গেছে। মোট লেনদেনে বস্ত্র ও আর্থিক খাত প্রত্যেকের অংশগ্রহণ ছিল ১৫ শতাংশ করে। বস্ত্রখাতের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪ কোটি ৬৯ লাখ টাকা। পাশাপাশি আর্থিক খাতের লেনদেনের  পরিমাণ দাঁড়িয়েছে ৮৪ কোটি ৯৮ লাখ টাকা। লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে প্রকৌশল খাত। মোট লেনদেনে খাতটির অংশগ্রহণ ১৩ শতাংশ। যার লেনদেনের পরিমাণ ৭১ কোটি টাকা।

অন্যান্য খাতের মধ্যে ফার্মাসিউটিক্যালের ৬ শতাংশ, বিমা ৫ শতাংশ, জ্বালানি ৫ শতাংশ, বিবিধ ৪ শতাংশ, খাদ্য-আনুষাঙ্গিক খাতের ৩ শতাংশ, আইটি খাতের ২ শতাংশ লেনদেন হয়েছে। এছাড়া টেলিকমিউনিকেশন, ভ্রমণ অবকাশ, সিমেন্ট, কাগজ-প্রকাশনা, চামড়া  খাতের ১ শতাংশ করে মোট লেনদেনের দখলে ছিল।

সত্যনিউজ/এমএস


No comments

Thanks for Commends