-->

ব্রেকিং নিউজ

সরকারি করলেন আরও ৫ কলেজ।

সত্যনিউজ রিপোর্টঃ নতুন করে আরও পাঁচটি বেসরকারি কলেজকে সরকারি করেছে সরকার। এনিয়ে দেশে সরকারি কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৩টি। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত  প্রজ্ঞাপন জারি করা হয়।

 এর আগে গত ১২ আগস্ট ২৭১ টি বেসরকারি কলেজকে সরকারিকরণের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন করে সরকারি করা পাঁচটি কলেজ হলো-

 রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলেজ, দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল ডিগ্রি কলেজ, খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজ, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি কলেজ এবং বাগেরহাটের কচুয়া উপজেলার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ।
 সরকারিকৃত কলেজশিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা ২০১৮-এর আলোকে এ কলেজগুলোকে সরকারি করার সিদ্ধান্ত  হয়েছে। যেসব উপজেলায় সরকারি কলেজ নেই সেখানে একটি করে কলেজকে জাতীয়করণের উদ্যোগ নেয় সরকার।

 সত্যনিউজ/এমএস 

No comments

Thanks for Commends