-->

ব্রেকিং নিউজ

কে অ্যান্ড কিউর সঙ্গে একীভূত হচ্ছে মাল্টিসোর্সিং

সত্যনিউজ রিপোর্টঃ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের সঙ্গে একীভূত হচ্ছে মাল্টিসোর্সিং লিমিটেড। কোম্পানি ২টি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট একীভূতকরণের অনুমোদন দিয়েছে।

কোম্পানি আইন ১৯৯৪ এর আওতায় সেকশন ২২৮ এবং ২২৯ ধারা অনুযায়ী এই একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মাল্টিসোর্সিং লিমিটেড একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ২০০৪ সালে এটি বাণিজ্যিক উৎপাদন শুরু করে। কোম্পানিটি বিভিন্ন প্রকার এসএমএস, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিংসহ বিভিন্ন কাজ করে থাকে।

এদিকে কে অ্যান্ড কিউ ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের মধ্যে ২৪ দশমিক ০৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩ দশমিক ৮৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৭২ দশমিক ১০ শতাংশ।

সত্যনিউজ/এমএস

1 comment:

Thanks for Commends